Print Date & Time : 11 May 2025 Sunday 3:06 am

শিরিনের খুনিদের বিচার করতে চায় না ইসরায়েল

দেশতথ্য ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করছে, ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো একটি তদন্ত হলে ইসরায়েলের সমাজের ভেতরে তা বিরোধিতা তৈরি করবে।

ইসরায়েলের আরেকটি সংবাদপত্র জেরুজালেম পোস্ট ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরও এমন খবরের সত্যতা নিশ্চিত করেছে।

গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা জানান, ইসরায়েলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন প্রাণ হারান।

এই হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েল তদন্ত করবে না শোনার পর শিরিনের পরিবার এর প্রতিক্রিয়ায় বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর শিরিন হত্যাকাণ্ড তদন্ত না করার খবর তাদের অবাক করেনি।

শিরিনের পরিবার বিবৃতি দিয়ে আল-জাজিরাকে এক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘ইসরায়েলের দিক থেকে এমন খবর প্রত্যাশিত। এ জন্যই আমরা চাইনি শিরিন হত্যাকাণ্ড তদন্তের অংশ হোক ইসরায়েল। আমরা চাই এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি ও বিচারের আওতায় আনা হোক।’

জা// দেশতথ্য//২০-০৫-২০২২//১১.৫০ এ এম