Print Date & Time : 2 July 2025 Wednesday 1:03 am

শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের দাফন আল্লারদর্গায় সম্পন্ন

কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় বিশিষ্ট শিল্পপতি ও নাসির গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের কর্ণধার নাসির উদ্দিন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাত ১০ টায় আল্লারদর্গা সোনাইকুন্ডি ইদ্রিস আলী বিশ^াস ইসলামিয়া মাদ্রাসা কবরস্থান মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুম নাসির উদ্দিন বিশ্বাস দৌলতপুর উপজেলার আল্লাদর্গা সোনাইকুন্ডি গ্রামের কৃতি সন্তান ছিলেন। গতকাল সোমবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন বিশ্বাস (৭৭) মারা যান।

বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুতে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও দৌলতপুরের বিভিন্ন সংগঠন নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক প্রস্তাবে তারা উল্লেখ করেছেন, স্বপ্নের ফেরিওয়ালা নাসির উদ্দিন বিশ্বাসের চিরবিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। তিনি শুধু দৌলতপুরের নয়, তিনি ছিলেন রাষ্ট্রের সম্পদ। দেশ আজ একজন গর্বিত নাগরিককে হারালো।

বিশিষ্ট সমাজ সেবক ও দেশ বরেণ্য এই শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাস ১৯৪৫ সালের ২২  ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা ইদ্রিস আলী বিশ্বাস ও মাতা ছিলেন রহিমা বেগম। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে নাসির উদ্দিন বিশ্বাস ছিলেন দ্বিতীয়।

১৯৭২ সালে তামাক ব্যবসা দিয়ে তাঁর ব্যবসা শুরু। ১৯৭৬ সালে আল্লারদর্গায় নাসির বিড়ি ফ্যাক্টরী গড়ে তোলেন। ১৯৭৭ সালে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে নর্থবেঙ্গল প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ মেলামাইন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, ১৯৯৬ সালে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজ, ২০০০ সালে রিডায়িং প্লান্ট ও বিশ্বাস প্রিন্টং এ্যান্ড প্যাকেজেস লিমিটেড এবং ২০০২ সালে নাসির গ্লাস ইন্ডাষ্ট্রিজ নামে মোট ৭টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//