কুষ্টিয়া : কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কখনও কাজ সম্পূর্ণ করতে অলসতা করেন না। তাদের হাতে যখন কোনো কাজ থাকে, তখন তারা দিন-রাত তাদের সম্পূর্ণ শ্রম এবং মেধা দিয়ে কাজটি পরিপূর্ণ করে থাকেন।
বৃহস্পতিবার পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মাশালার ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্যে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ব্যবসা শুরুর আগে মনে রাখতে হবে, ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে। আর এ ঝুঁকি থাকার মন-মানসিকতা থাকতে হবে। এজন্য শিল্প উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
নতুন নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুষ্টিয়া উল্লেখ করে
শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে। সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি তার সাফল্য তত বেশি। যদিও এটি অর্জন করা কঠিন। ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই মনে রাখবেন আপনাকে ব্যবসায় ঝুঁকি গ্রহণের মন-মানসিকতা থাকতে হবে।
এসময় বিসিক কুষ্টিয়ার উপ ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে এসময় বিসিক কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক আশানুজ্জামান মুকুল, প্রমোশন কর্মকর্তা মোঃ সোহাগ আহমেদ ,
সম্প্রসারণ কমকর্তা শাপলা সুলতানাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিক কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক আশানুজ্জামান মুকুল জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প স্থাপনের পূর্বে এ বিষয়ে সম্যক জ্ঞান থাকা একান্ত জরুরি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের জন্য বিসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকেন।