Print Date & Time : 11 May 2025 Sunday 1:22 am

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (৪৮) নামের এক আইসক্রীম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আটককৃত খলিল হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ার মৃত পাতান শেখের ছেলে। খলিল পেশায় একজন আইসক্রীম ব্যবসায়ি।

বুধবার দুপুরে গাংনী থানা পুলিশের একটিদল তাকে আটক করে। স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খলিল তার প্রতিবেশীর এক শিশুকে নিজ বাড়ির ল্যাট্রিনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে বাড়ির আশে-পাশের মানুষ ছুটে এসে শিশুকে উদ্ধার করেন। এসময় স্থানীয় লোকজন খলিলকে ঘরে আটকিয়ে রাখে। পরে দুপুরে পুলিশের হাতে তুলে দেয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,অভিযুক্ত খলিলুর রহমানকে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//