Print Date & Time : 25 August 2025 Monday 10:13 am

শিশু হাফেজকে মাথায় তুলে আছাড়ের নিন্দা

খুলনার শিরোমনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরান (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রতি অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদরাসার সামনে দু শিক্ষার্ধীর ফুটবল খেলা কালে মুন তালুকদার (৪৫) নামে এক ব্যক্তি ওই শিক্ষার্থীকে গলা ধরে তুলে আছাড় মারেন। সন্ধার পর থেকে মাদরাসা ছাত্রকে নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে ।

নগরীর খানজাহান আলী থানার শিরোমনি পুর্বপাড়া খানবাড়ী (আরএস টাওয়ার ) মাদরাসা মারকাজুল মুসলিমীন এর হিফজ বিভাগের শিক্ষার্থী মেহেরান (১০) কে মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদরাসার সামনে একই মাদরাসার অপর শিক্ষার্থীর সাথে ফুটবল খেলছিলো। এ সময় মুন তালুকদার (৪৫) নামে এক
ব্যক্তি হেঁটে যাওয়ার সময় অসাবধানবশত তার পায়ের নিচে বল লাগলে সে ক্ষিপ্ত হয়ে শিশুটির গলা ধরে আছাড় মারে ।

খানজাহান আলী থানার এস আই মোঃ মাসুদ ঘটনাস্থলে গিয়েছিলেন। মাদরাসার অভিভাকরা বলেন, পবিত্র মাহে রমজান মাসে রোজায় থাকা হিফজ বিভাগের কোমলমতি শিক্ষার্থীর উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায়না। অভিভাবকরা অতিদ্রুত ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে মাদরাসা পরিচালক মুফতী রিয়াজ উদ্দিন খান জানান, ঘটনার সময় তিনি মাদ্রাসাতে ছিলেন না। পরে মাদ্রাসার সিসি ফুটেজে ঘটনাটি দেখছেন। যেহেতু মাদ্রসার শিক্ষার্থী আঘাত ও প্রচন্ড আকারে ভয় পেয়েছে তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ বুধবার মাদ্রাসায় সংবাদ সম্মেলনে বিস্তারিত
জানানো হবে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকাতে তীব্র ক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//৫ এপ্রিল,২০২২//