Print Date & Time : 22 August 2025 Friday 8:28 am

শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে ইউএনও

ছাব্বির কুমারখালীঃ মাঘের তীব্র শীতে অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়াতে রাতের আঁধারে শীতবস্ত্র নিয়ে হাজির কুমারখালী ইউএনও।

গতকাল রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল তীব্র শীতকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে বেরিয়ে পরেন শীতার্ত অসহায় মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে।

এসময় ইউএনও বিতান কুমার মন্ডল উজেলার বাস্তুহারা মানুষের ঠিকানা হাবাসপুর ও বড়ুরিয়া আবাসনে বসবাসরত অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের শরীরে জড়িয়ে দেন উষ্ণ কম্বল।

রাতে উপজেলা কার্যালয়ে আবাসন থেকে কম্বল বিতরণ শেষে ফেরার পথেও ইউএনও বিতান কুমার মন্ডল রাস্তায় শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ইউএনওর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান।

দৈনিক দেশতথ্য//এল//