Print Date & Time : 15 July 2025 Tuesday 5:12 am

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া সাধুরঘাটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, রোববার সকাল ১০টা থেকে শীতলক্ষা নদীর সাধুরঘাটের পাশে ভাসছিল মরদেহ। স্থানীয়রা পুলিশকে ফোন করে জানালে দুপুরের পর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের পরনে ছিল কালো প্যান্ট, কালো শার্ট ও একটি হাতঘড়ি।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই তজিমুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই আমরা এসে মরদেহ উদ্ধার করেছি। এখনও পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/