কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ শীতকালে দুস্থ, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন। শীতার্তদের দ্বারেদ্বারে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রদান করছেন শীতবস্ত্র।
শীতকালীন নিয়মিত কাজের অংশ হিসেবে গত সোমবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের গোয়ালগাছি এলাকায় ১০ জন দুস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, সরকারি তহবিল থেকে এবার উপজেলা বাসীর জন্য ৬ হাজার ৫০০ পিস কম্বল পাওয়া যায়। ইতিমধ্যে ৫ হাজার ৫০০ পিস বিতরণ সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন সব সময় আছে। মরিয়ম, রবিউল, সালেহাদের মতো মানুষের এই শীতকালটা আরও একটু আরামের, আরও একটু উষ্ণতার করতে প্রশাসন কাজ করছে।
দৈনিক দেশতথ্য//এল//