মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের ওপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় পুরোদমে জেঁকে বসেছে শীত। দিনভর কনকনে শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সরেজমিনে উপজেলা ঘুরে দেখা গেছে, ঘনকুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত এবং দিনভর উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজার গুলো।
দিনের বেলা সূর্যের দেখা মিললেও উত্তাপ না থাকায় কনকনে শীতের তীব্রতা বাড়ছে। ভোরে ঘনকুয়াশা থাকার কারণে উপজেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহান চলাচল করতে দেখা গেছে।
এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
দিনমজুর কাশেম বলেন, গত কয়েকদিন ধরে ঠান্ডা অনেকটাই বেড়েছে। বাতাসের কারণে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। রাস্তায় চলাচল করা যাচ্ছে না। পেটের তাগিদে শীতের মধ্যে আমাদের প্রতিদিন কাজের জন্য বের হতে হয়।
ভ্যানচালক জাহাঙ্গীর বলেন, ঠান্ডায় অনেকেই বাড়ি থেকে না বের হাওয়ায় লোকজন তেমন পাওয়া যাচ্ছে না। তবে যে হারে ঠান্ডা বাতাস তাতে সবার চলাচল করতে খুব সমস্যা হচ্ছে।
এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, এই শীতে ঠান্ডা ও শীতজনিত রোগে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post