পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’।
এ উৎসব উপলক্ষে শুক্রবার দশটায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এক সেমিনারে মিলিত হয়।
এ সময় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মানষ কান্তি ঘোষ ও বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। র্যালিতে ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ পর্যটকরা অংশগ্রহন করেন। দিনব্যাপী সৈকতে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস উৎসব ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
বিষেশ অতিথি ছিলেন, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মো. শওকাত আলী, মো. নুর কুতুবুল আলম, মো. সাইদুল ইসলাম, শুভ্রদেব ও শামীমা তুষ্টি। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের জানিয়েছেন, সম্ভাবনাময় পর্যটনশিল্পে উদ্যোক্তা হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে। তরুণদের ভেতরের শক্তিকে জাগাতে পারলেই আমরা উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারব।
কুয়াকাটা ফেস্টিভ্যালের সহযোগিতায় রয়েছে, জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন কলাপাড়া, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিমিটেড, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যুর গাইড, হোটোল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post