Print Date & Time : 5 May 2025 Monday 8:38 pm

শুরু হলো রাণীনগর-আবাদপুকুর সড়কের উন্নয়ন কাজ

নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে বগুড়া জেলার কালিগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার চত্বরে এই কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন। বক্তব্য রাখেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এসময় আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ ৩৮ কোটি টাকা ব্যায়ে ১৭ কিলোমিটার দূরত্বের এই সড়ক উন্নয়ন বাস্তবায়ন করছে। এই সড়ক দীর্ঘদিন চলাচলের সম্পূর্ণ অযোগ্য ছিল। চলাচলের ক্ষেত্রে নওগাঁ, নাটোর এবং বগুড়া তিন জেলার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়।

দেশতথ্য// জা// ০৫-০৯-২০২২//