ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোরশেদ হোসাইন তানিম শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার দুপুরে নামাজের পর খুরুশকুল রোডস্থ মসজিদে সুফিয়াতে দোয়া মাহফিল ও মোনাজাত করে শেখ কামালের জন্মদিন পালন করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খুরুশকুল রোডস্থ মসজিদে সুফিয়ার সহকারী ঈমাম মাওলানা আজিজুল হক।
এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা শেখ ইয়াকুব আলী ইমন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিক, এনামুল হক রনি, মোবারক হোসেন, নেজাম উদ্দিন, মাঈন উদ্দিন সিকদার, ফারদিন হাসান কাফি, মিনহাজুল ইসলাম সোহাগ, আব্দুল্লাহ আল মারুফ, আনোয়ার হোসেনসহ প্রমূখ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৬,২০২২//

Discussion about this post