Print Date & Time : 22 August 2025 Friday 6:48 am

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ভেড়ামারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ খলিল স্যারসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।

বিজয়ী সকলের মাঝে সার্টিফিকেটসহ পুরস্কার বিতরণ করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ জানুয়ারি ২০২৩