জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুষ্টিয়ার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়ার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ (জেলা পর্যায়ে) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২১ অক্টোবর বিকালে কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ মাঠে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
উক্ত ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ এর সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া।
ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: এহেতেশাম রেজা, জেলা প্রশাসক কুষ্টিয়া।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ অক্টোবর ২০২৩