Print Date & Time : 22 April 2025 Tuesday 10:07 am

শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে মানিকগঞ্জে শীতবস্ত্র হস্তান্তর

মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় ১৫০০ কম্বল পুলিশ সুপারের নিকট হস্থান্তর করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব কম্বল হস্তান্তর হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান এসব শীতবস্ত্র গ্রহণ করেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা।

মাহবুবুর রহমান জনি জানান, ‌‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এর সহযোগিতায় আজ এসব কম্বল পুলিশ সুপারের নিকট হস্থান্তর করা হয়।’

তিনি আরও জানান, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের মাধ্যমে শীতার্তদের মাঝে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’