Print Date & Time : 22 August 2025 Friday 7:46 pm

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল খেলা

ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “শেখ রাসেল দিবস ” উদযাপন উপলক্ষ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ৩-১ গোলে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে পরাজিত করে জয় লাভ করে।

সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী স্কুলকে ট্রফি তুলে দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রীতি ফুটবল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় পরে খেলাটি গড়ায় ট্রাইবেকারে। আর কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ট্রাইবেকারে ৩-১ গোলে জয়লাভ করে ।

জা// দৈনিক দেশতথ্য// ২১ অক্টোবর ২০২২//