হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): দৌলতপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে এম আলী রেজা।
গতকাল বুধবার প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো.আব্দুল জব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।পরে তিনি দৌলতপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম-সচিব কে এম আলী রেজা বলেন, বর্তমান সরকার খেলাধূলার উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেশের খেলাধূলার মান একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিভিন্ন খেলাধূলায় দেশের জয় নিশ্চিত হচ্ছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
দৈনিক দেশতথ্য//এল//