Print Date & Time : 12 May 2025 Monday 4:32 pm

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বই উৎসব

মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারী) দুপুরের দিকে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো:শাহিদুল আলম ওই উৎসবে কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করেন।

এ উপলক্ষে কেন্দ্র মিলনায়তনে কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মো:শাহিদুল আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, ১নং ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম শওকত,উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সমাজসেবা অফিসার অভিজিৎসাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর সহকারী সার্জন ডা: সালাহ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন, সরকারী শিশু পরিবার এর উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস এবং ফরহাদাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম।
আলোচনা সভা শেষে ওই কেন্দ্রের শিশুদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো:শাহিদুল আলম। এবং পরে কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে ওই কেন্দ্র নিবাসীদের মাঝে মিলাদের তবারক ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//