Print Date & Time : 20 April 2025 Sunday 5:16 am

শেখ হাসিনা নিজেও ডুবেছে তার পিতাকেও ডুবিয়েছে 

——— আহসান হাবিব লিংকন

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরে জাতীয় পাটি (কাজী জাফর) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ এবং দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার (২৮শে আগষ্ট) বিকেল ৫ টার সময়  মিরপুর ঈগল চত্তরে জাতীয় পাটি (কাজী জাফর) ও  অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটির মহাসচিব (কাজী জাফর) কুষ্টিয়া ২-(ভেডামারা – মিরপুর) আসনের   সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন।

এসময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে নিজেও ডুবেছেন তার দলকেও ডুবিয়েছেন এমনকি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেও ডুবিয়েছেন, হাসানুর হক ইনু তার বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে  যে অন্যায় করেছে তার ফাঁসি হবে। বৈষম্য বিরোধী  ছাত্র- জনতার যুক্তিক আন্দোলন ও গণঅভ্যর্থ শাহাদাত বরণকারীদের শহীদের  স্মরণে তিনি নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। আমাদের দেশে হঠাৎ বন্যায় যে সব মানুষ মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন, প্রধান বক্তা ছিলেন শাহাবুল ইসলাম জোয়াদ্দার (সধারন সম্পাদক) জাতীয় পাটি মিরপুর উপজেলা, বিশেষ অতিথি  ছিলেন  জাহাঙ্গীর হাফিজ লালু সভাপতি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি।

অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন মোজাম্মেল হক জোয়াদ্দার সভাপতি জাতীয় পাটি  মিরপুর, আরো বক্তব্য রাখেন, কে এম জাহিদ হোসেন সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি, রবিউল ইসলাম সাবেক সভাপতি মিরপুর উপজেলা জাতীয় পাটি নজরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি মিরপুর উপজেলা জাতীয় পাটি, তৌফিকুল রশিদ জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা জাতীয় পাটি,এম এ মমিন মল্লিক যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর,  নয়ন মেম্বার, মজিবুল হক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় পাটি  মিরপুর। সহ(কাজী জাফর)ভেড়ামারা উপজেলার সাবেক ছাত্রনেতা রাহাতুল ইসলাম ঝুন্টু, উপজেলা জাতীয় পাটি ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৪//