Print Date & Time : 19 April 2025 Saturday 11:57 pm

শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল

শেষ মুহূর্তের গোলে স্প‌্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়ার গোলে লোকাল প্রতিদ্বন্দ্বী লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। বাকি দুটি গোল করেন লুকা মদ্রিচ ও এন্ড্রিক।

এদিন ম‌্যাচের ১৮ মিনিটেই লিড নেয় রিয়াল। এ সময় রদ্রিগোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মদ্রিচ। ২৫ মিনিটের মাথায় ব‌্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক।

তবে বিরতিতে যাওয়ার আগে ব‌্যবধান কমায় লেগানেস। ম‌্যাচের ৩৯ মিনিটে রিয়ালের জ‌্যাকোব রামন বক্সের মধ‌্যে হ‌্যান্ডবল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে হুয়ান ক্রুজ গোল করেন।

বিরতি থেকে ফিরে সমতা ফেরায় লেগানেস। আবারও গোল করেন হুয়ান। তাকে গোলে সহায়তা করেন ডার্কো ব্রাসানাক। এই সমতা নিয়ে ম‌্যাচ চলে যায় ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে গার্সিয়ার গোলে শেষ চারে জায়গা করে নেয় কার্লো আনচেলোত্তির শিষ‌্যরা। এ সময় ব্রাহিম দিয়াজের বাড়িয়ে দেওয়া বল থেকে জয়সূচক গোলটি করেন গার্সিয়া।

এম/দৈনিক দেশতথ্য//