Print Date & Time : 10 May 2025 Saturday 4:18 am

শেষ হল মীর মশাররফ হোসেনের জন্মোৎসব

কথা সাহ্যিতিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মোৎসব সোমবার (১৪ নভেম্বর) রাতে শেষ হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় কবির বসত ভিটায় তার রচিত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এরআগে বিকেল ৪ টায় শুরু হয় সমাপনী দিনের আলোচনা সভা। কবির জন্মোৎসব উপলক্ষে বর্ণাঢ্য এই অনুষ্ঠান মালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আলোচনা সভা শেষে কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘ মীর মশাররফ হোসেন ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী। অন্যায়, জুলুম, অবিচারের বিরুদ্ধে তিনি লেখালেখির মাধ্যমে অসাম্প্রদায়িকতা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।’

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ -পরিচালক (উপ – সচিব) মো. আরিফ – উজ – জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বিশিষ্ট কবি সৈয়দ আবদুস সাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর।

মূল আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শারমিন আখতার ও মীর মশাররফ হোসেনের জীবনদর্শনের উপর মূখ্য আলোচনা করেন কুষ্টিয়া বোধোদয়ের সভাপতি ও গবেষক এ্যাডভোকেট লালিম হক। রোববার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদ সিন্ধু রচয়িতা অমর কথাসাহ্যিতিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনের বিকেলে আলোচনা সভা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//