খুলনা প্রতিনিধি: দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা শাখার নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯জুলাই আইসিএমএবি এর প্রেসিডেন্ট মামুনুর রশীদ এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর সেক্রেটারী এ. কে. এম. কামরুজ্জামান এফসিএমএ । আইসিএমএবি খুলনা শাখার চেয়ারম্যান জনাব অশোক কুমার দেবনাথ এফসিএমএ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণ কর্মসূচীতে শেয়ার বাজারে অন্তর্ভূক্তির পূর্বের ও পরের বিভিন্ন করণীয় বিষয়সমুহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সেক্রেটারী ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, সন্ধানী লাইফ ফাইন্যান্স কোম্পানী লিমিটেড জনাব মোঃ নজরুল ইসলাম এফসিএমএ।
প্রশিক্ষণ কর্মসূচীতে খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়াও আইসিএমএবি খুলনা শাখার শিক্ষার্থীগণও উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইসিএমএবি খুলনা শাখার সেক্রেটারী জনাব আব্দুল মোতালেব এফসিএমএ।
দৈনিক দেশতথ্য//এল//