Print Date & Time : 21 August 2025 Thursday 1:19 pm

শৈলকুপায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরাট গ্রামে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে পোশাকসহ নগদ টাকা সহায়তা প্রদাণ করা হয়েছে।

সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, গামছাসহ নগদ টাকা সহায়তা প্রদাণ করেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্থরা।

গত সোমবার বিকেলে শৈলকুপার আশুরাট গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সুত্রপাত হওয়া আগুনে পুড়ে যায় ওই গ্রামের ৫ টি কৃষকের বসত বাড়ি। ভষ্মিভূত হয় ৫ জনের ৭ টি ঘরে থাকা ধান, পাট, পোশাক, নগদ টাকাসহ আববাবপত্র।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//