Print Date & Time : 7 July 2025 Monday 3:47 pm

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে পানিতে ডুবে রুবাইয়া নামের দেড় বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শাকিব বিশ^াসের মেয়ে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, সকাল ৮টার দিকে রুবাইয়া খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে ডোবায় তাকে ভেঁসে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।