Print Date & Time : 4 July 2025 Friday 5:27 am

শৈলকুপায় বিএনপির সমাবেশ পন্ড, আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি: নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শৈলকুপায় বিএনপি’র সমাবেশ আওয়ামীলীগের হামলায় পন্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে শৈলকুপা শহরের কবিরপুর দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা।
শৈলকুপা উপজেলা বিএনপি’র সদস্য সচিব হুমায়ুন বাবর ফিরোজ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শুরুর প্রস্তুতি চলছিল। ঠিক সেইমুহুর্তে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে হামলা চালায়। এঘটনায় শৈলকুপা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেন আহত হয়। ভাংচুর করা হয়েছে শতাধিক চেয়ার। যার ফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

দৈনিক দেশতথ্য//এল//