Print Date & Time : 5 July 2025 Saturday 6:31 pm

শৈলকুপায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মুল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানা অপরাধে ৪ ব্যবসায়ীকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক জিয়াউল হক। সেসময় জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তার এ অভিয়ান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

দৈনিক দেশতথ্য//এল//