Print Date & Time : 12 May 2025 Monday 10:15 am

শৈলকুপায় ৭’শ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে এক কৃষকের প্রায় ৭’শ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যক্তির দাবি, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক দামুকদিয়া গ্রামের মাসুদ মোল্লা বলেন, আমি গ্রামের দক্ষিণ মাঠ এলাকায় ২৫ কাঠা জমিতে তিনি প্রায় ৭ শ’ কলাগাছ লাগিয়েছিলাম। শুক্রবার রা রাতের আধারে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে কলাবাগানে গিয়ে দেখি বাগানের প্রায় কলাগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার খুব ক্ষতি হয়ে গেল।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাতের আধারে কলা গাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জা//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৮, ২০২২//