Print Date & Time : 21 August 2025 Thursday 10:28 pm

শ্বশুর বাড়ি এসে ধর্ষণের দায়ে জামাই গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নারগুন ইউনিয়নের দৌলতপুর গ্রামে মানসিক প্রতিবন্ধি যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে, সেই গ্রামে বেড়াতে আসা জামাই মকছেদুল ইসলাম(৩৮)কে বুধবার(৫ জানুয়ারি) দুপুরে করেছে পুলিশ। মকছেদুল সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার মৃত নূরল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, দৌলতপুরে শ্বশুর আব্দুস সালামের বাড়িতে বেড়াতে আসে মকছেদুল। গত ০৪ জানুয়ারি বিকালে পাশের বাড়ির প্রতিবন্ধি ওই যুবতীকে বাসায় একা পেয়ে মকছেদুল ঘরের ভিতর প্রবেশ করে ধর্ষণ করে। এসময় প্রতিবন্ধি সেই মেয়ের চিকিৎকার পেয়ে তার মা ও স্থানীয়রা এসে মকছেদুলকে আটক করে থানায় খবর দেয়।

এ ঘটনায় সকালে প্রতিবন্ধি ওই কিশোরীর মা থানায় বাদী হয়ে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার আসামী মকছেদুলকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম জানান, বুধবার সকালে ধর্ষণের শিকার যুবতীর মা বাদি হয়ে মকছেদুলের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করলে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।