মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলাকে সম্পূর্ণ রূপে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসবে ঘোষনা দিয়েছেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
গত ইং (২২ মার্চ) বুধবার সারাদেশে ‘ক’ শ্রেণীভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাড়ির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি।
এতে শ্যামনগর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হয়।
শুধু শ্যামনগর নয়, জেলার সাতটি উপজেলার মধ্যে দেবহাটা ও কলারোয়া উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন তিনি।
শ্যামনগর উপজেলার চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ৬৯ পরিবারের হাতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত সরকারি বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তর সহ এ পর্যন্ত সর্বমোট ৪৮০টি অসহায় পরিবারকে পূণর্বাসন করা হয়েছে।
গত ইং ২২ মার্চ বুধবার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি এস এম জগলুল হায়দার এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ,শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ ও খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর,রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোমরেজ আলী , রাজনৈতিক নেতৃবৃন্দ , বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও এ প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//