সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদী থেকে মো. আব্দুল হালিম (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের কলবাড়ীর গাজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মো. আব্দুল হালিম মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রার কালিনগর (আটির উপর) গ্রামের মো. সলেমান গাজীর ছেলে।
আব্দুল হালিমের মামা মো. আব্দুল্লাহ জানান, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নি হালিম। সেখান থেকেই নিখোঁজ ছিলো সে। সম্প্রতি সে একবার আহত্মহত্যার চেষ্টাও করে। তখন পরিবারের সদস্যদের প্রচেষ্টায় প্রাণে রক্ষা পেলেও আজ তার মৃত্যুর খবর পেলাম।
প্রথমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে হালিমের বাবা গিয়ে মরদেহ শনাক্ত করেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৮,২০২২//

Discussion about this post