Print Date & Time : 10 May 2025 Saturday 11:09 am

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। । ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন: জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরে যথাযথ ভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রীম লাইটার এর আয়োজনে ৮ ই মার্চ বুধবার বিকাল ৪ টার সময় শ্যামনগর উপজেলায় ৬ নাম্বার রমজাননগর ইউনিয়নে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রীম লাইটার প্রতিনিধি অর্চনা বালা মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সোহরাব হোসেন, ২ নং (১,২,৩ সংরক্ষিত) ইউপি সদস্য কুলসুম বেগম, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, ড্রীম লাইটারের অমরেন্দ্র শেখর মন্ডল, নরেশ চন্দ্র মন্ডল জয়দেব, নির্মলেন্দু, পলাশ, সহ এলাকাবাসি ও গন্যমান্য ব্যাক্তবর্গ।

অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য উল্লেখ পূর্বক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ড্রীম লাইটার কর্মকর্তা অর্চনা বালা মন্ডল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠান কর্মকর্তা নির্মাল্য মন্ডল।

দৈনিক দেশতথ্য//এসএইচ//