মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগরে ইকরা একাডেমি শ্যামনগর শাখা (ক্যাম্পাস -১) উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ জানুয়ারি শনিবার সকাল ১০ টার সময় ইকরা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওয়াবেকি উচ্চ মাধ্যমিক মহা বিদ্যালয়ের প্রিন্সিপাল জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর হরিচরন পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মোঃ আব্দুল মান্নান, শ্যামনগর মহাসিন কলেজের সাবেক সহকারি অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবির, আতরজান মহাবিদ্যালয়ের প্রভাষক আবু দাউদ, ইকরা একাডেমি শ্যামনগর শাখার ৪ টি ক্যাম্পাসের পরিচালক মাওলানা আওছাফুর রহমান, মুফতী মাওছাফুর রহমান,সমাজ সেবক হাফেজ আব্দুর রশীদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, শ্যামনগর থানার এ এস আই মনির সহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত একাডেমি প্লে থেকে নার্সারি পযর্ন্ত শুরু হয়েছে এবং বতর্মান ৪ জন শিক্ষক দারা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির শুরুতে শিশু সংখ্যা ভর্তি হয়েছে ৫০ জন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post