শ্যামনগরের মাদক ব্যাবসায়ী
শ্যামনগর উপজেলায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ তরফদার (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার কালিঞ্চি গ্রামের আকবার তরফদারের পুত্র।
ঘটনা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গত সোমবার রাত সাড়ে ১১টায় শ্যামনগর সদর মিঠা চন্ডিপুর গ্রামে অভিযান পরিচালনা করে বকুলের ইটভাটার সামনে থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে। আটক কালে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে। আটক আব্দুল্লাহ তরফদারকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ মে ২০২৩