Print Date & Time : 10 May 2025 Saturday 3:10 pm

শ্যামনগরে উঠান বৈঠক

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারীতে সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টায় খুঁটিকাটা সার্বজনীন দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গনে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুরু হওয়ার সাথে সাথে শত শত নারী পুরুষ সেখানে উপস্থিত হয়।

উক্ত উঠান বৈঠকে খুঁটিকাটা সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে সভাপতি সুধীরে চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

উঠান বৈঠকে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাপস কুমার বৈদ্য এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাহউদ্দীন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রনজিত চন্দ্র মন্ডল, যুবলীগ নেতা মুজিবুর রহমান, ইউপি সদস্য মোঃ আজহারুল ইসলাম, খুঁটিকাটা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ সিরাজ সিদ্দিকী, গৌড় চন্দ্র মন্ডল, বিশ্বেরসর চন্দ্র মন্ডল প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//