Print Date & Time : 5 May 2025 Monday 6:55 pm

শ্যামনগরে এনসিটিএফ এর সংলাপ অনুষ্ঠিত  

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার ২১শে মার্চ  সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুম উপজেলা প্রসাশনের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (NCTF) সংলাপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় এনসিটিএফের আয়োজনে পরিত্রানের সহায়তায় এনসিটিএফ সংলাপ অনুষ্ঠানে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স সদস্যবৃন্দ এলাকার সমস্যা বাল্য বিবাহ, জেন্ডার ভিত্তিক সসহিংসতা, শিশু শ্রম, সুপেয় পানির অভাব, স্যানিটারী ন্যাপকিন সরবরাহ, ইউনিয়ন পরিষদে লাইব্রেরী স্থাপন, বিদ্যালয়ের ল্যাট্রিন পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয় সহ অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ওসিসি প্রনব বিশ্বাস,মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম,পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক আবু সাঈদ,শিক্ষক রনজিৎ বর্মন, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, এসসিটিএফ সদস্য জয় সরকার, বিনতা সরদার, নয়ন মন্ডল, সুমন সরকার,মিহির মন্ডল, তাবাসসুম মাশিয়া তমা, নিগার সুলতানা, প্রমুখ।এছাড়াও সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক এর সদস্য বৃন্দ, সাংবাদিক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি শিশুদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশস্থ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//২১ মার্চ ২০২৪//