Print Date & Time : 12 July 2025 Saturday 7:06 am

শ্যামনগরে কারের ধাক্কায় পথচারী নিহত

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত হয়েছে। মুন্সিগঞ্জ বাজার থেকে সাতক্ষীরা গামী রুগী পরিবহনকারি প্রাইভেট কারের ধাক্কায় পথচারী কৌশল্যা রানী মন্ডল (৬০) নিহত।

নিহতের স্বামী সূর্য্য কান্ত মন্ডল জানান, সন্ধ্যা ৭ টার সময় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান মুন্সীগঞ্জ থেকে শ্যামনগরের প্রধান সড়কের উত্তর থেকে দক্ষিণ পাশে যাচ্ছিলেন নিহত কৌশল্যা। এসময় মুন্সীগঞ্জের দিক থেকে রুগীবাহী প্রাইভেট কারটি ধাক্কাদেয় তাকে। ধাক্কা খেয়ে ঘটনাস্থলাই নিহত হন কৌশল্যা। অন্যদিকে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে সকলকে জানানো হলে ঘাতক গাড়িটি শ্রীফলকাটি এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় সামনে থেকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদার বলেন, প্রাইভেট কারটি রোগী নিয়ে যাচ্ছিল দুরন্ত গতিতে, সেই অবস্থায় সন্ধ্যা সাতটায় দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানা পুলিশ গাড়ীটি জব্দ করেছে। পুলিশ পরিদর্শক মোঃ আহাদুর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অপেক্ষায় আছি।

এবি//দৈনিক দেশতথ্য//মে ০৭,২০২৩//