মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৪ টার দিকে ১৭ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের পুত্র।
সহকর্মীরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষনা করেন।
মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা বলেন, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ১৭নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ হয়নি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post