Print Date & Time : 11 May 2025 Sunday 5:56 am

শ্যামনগরে বসেছিল গ্রীষ্মকালীন ফুলের মেলা

“সকল জীবনের জন্য সমানভাবে বন্টিত আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২২ মে) বেলা ৫ টায় শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি রাধা মন্দির প্রাঙ্গণে গ্রীষ্মকালীন ফুলের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ১১ টি স্টলে অত্র এলাকার বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসেন এলাকার ১১ জন নারী।স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে সহযোগিতা করেন বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে এবং বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও পত্নী এবং শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক জেরিন লিসা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনসংঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল, ইউপি সদস্য কুলসুম জাহান,বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল এবং রামকৃষ্ণ জোয়ার্দার,হিসাব রক্ষক বিধান মধু,এডভোকেসি এসিস্ট্যান্ট ফজলুল হক, সহকারি প্রোগ্রাম অফিসার চম্পা মল্লিক এবং মনিকা পাইক,বারসিকের সুশান্ত মন্ডল, সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান, প্রদীপ কুমান মন্ডল ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//