Print Date & Time : 2 July 2025 Wednesday 12:32 pm

শ্যামনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃসাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।

 রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সোনার মোড় সংলগ্ন মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা মনসুর আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে ফজরের নামাজের পর বড়ভাই লোকমান হোসেনের সাথে ছোট ভাইক মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে ঘটনা স্থলেই বড় ভাই লোকমান জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

 এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২২//