মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে উপজেলা বাস্তহারালীগের সভাপতি, উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্তো বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয়ে ভূমিদস্যু, মোঃ মোকছেদ আলী ও তার পুত্র রহমত আলী জামাতা হত্যা মামলার আসামি ছাবের মিস্ত্রী গং দের বিরুদ্ধে অসহায় নারী-পুরুষদের কাছ থেকে জমি ও ঘর দেওয়ার নাম করে টাকা আদায় পূর্বক আত্মসাৎ করায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নাগরিক সমাজ ও সচেতন এলাকাবাসী ব্যানারে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী হাসান মারুফ, ভুক্তভোগী হাবিবুর রহমান, ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির, এস কে আলম, ব্যাবসায়ী মমিনুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু, উপজেলা কৃষি খাসজমি বন্দ-ব্যবস্থা ও বাস্তবায়ন কমিটি সদস্য, প্রতারণায় মামলায় জেলখাটা আসামি মোকছেদ আলী বিরুদ্ধে অভিযোগ পাহাড় সমান, শ্যামনগর সদরে মুক্তিযুদ্ধা বারেক গাজীর, থানা মসজিদ এর ইমাম মাওলানা জুবায়ের হোসেন, পৌর জামাতের আমির সাচ্চু গাজী, সুজা মাহমুদ গাজী সহ অসংখ্য লোকজনের জায়গা দখল করার অভিযোগ রয়েছে।
তার পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,রাতের আঁধারে অন্যের জমি দখল, খাসজমি দখল করে বিক্রি করা, সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। ভূয়া ভূমিহীন মোকছেদ আলীর ছেলে রহমত আলীর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি তার বিরুদ্ধে শ্যামনগর থানা সহ বিভিন্ন যায়গায় হাফ ডর্জন মামলা, মামলায় সাজা প্রাপ্ত আসামী। মোকছেদ আলীর জামাই সাবের মিস্ত্রি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, দুই টি হত্যা সহ একাধিক মামলার আসামি।
তার মেয়ে আসমার বিরুদ্ধে রয়েছে ছেলেদের বিরুদ্ধে ছিলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ তুলে নগদ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রতারনা করে সাধারণ মানুষের যাতে ক্ষতি করতে না পারে সে জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Discussion about this post