Print Date & Time : 4 July 2025 Friday 3:41 pm

শ্যামনগরে জলদস্যুদের মাঝে ঈদ উপহার


মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরের ৫৪ জন আত্মসমর্পনকারী জলদস্যুদের মাঝে র‍্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। র‍্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‍্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়।
শনিবার ৩০ এপ্রিল বেলা ১২ টায় মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে ৫৪ জন আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‍্যাব-৮ বরিশালের লিগ্যাল অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
ঈদ সামগ্রী বিতরণ কালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।এছাড়া র‍্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ।