Print Date & Time : 4 July 2025 Friday 9:15 am

শ্যামনগরে নদীর পাড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ১৬ মে সকালে উপজেলার কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,সোমবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহতের ও যুবকের পরণে ছিল নীল রঙের জিন্সের ফুল প্যান্ট ও খয়েরী রঙের হাফ হাতা গেঞ্জি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।তিনি অরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৬,২০২২//