Print Date & Time : 24 August 2025 Sunday 7:15 pm

শ্যামনগরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর(সাতাক্ষীরা)ব্যুরোঃ শ্যামনগরে লবন পানির আগ্রাসন থেকে মিষ্টি পানির পুকুর বাচাও শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত লবন পানির আগ্রাসন থেকে মিষ্টি পানির পুকুর বাচাও শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে পরিবেশবাদী বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্টান বারসিক।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে বারসিকের কর্মসুচি কর্মকর্তা গাজী আল ইমরানে সঞ্চালনায়¡ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইযুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ ইউপি সদস্যা উমা রানী মল্লিক । নাগরিক সংলাপের ধারনাপত্র উপস্থাপন করেন বারসিকের কর্মসুচি কর্মকর্তা বাবলু জোয়ারদার।

দৈনিক দেশতথ্য//এল//