Print Date & Time : 20 April 2025 Sunday 7:00 pm

শ্যামনগরে নাশকতা মামলার আসামী সহ ৮ জন গ্রেফতার

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ৬ জন আসামী ও নিয়মিত মামলার ১ জন আসামী এবং জি আর পরোয়ানাভুক্ত একজন আসামীকে গ্রেফতার করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে শ্যামনগর থানা পুলিশ।

শুক্রবার ৩ নভেম্বর শ্যামনগর থানার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মৃত নওশের আলমের পুত্র মাওলানা জিএম আমিনুর রহমান (৪৮), ঈশ্বরীপুর ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের পুত্র, এস,এম হাবিবুর রহমান (৬১), গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র গোলাম মোস্তফা (৫৬), কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আঃ সাত্তার গাজী ওরফে পাকানীর পুত্র মোঃ শফিকুল ইসলাম খোকন (৪৮), মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত এছোম আলী গাজীর পুত্র মোঃ আঃ রশিদ (৫৫), গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র মোঃ মিজানুর গাজী (৫০)ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহাল গ্রামের মির্জা জামাল হোসেন খোকনের পুত্র মোস্তাফিজুর রহমান (৩৫), একই ইউনিয়নের কাটিবারহল গ্রামের খোকন মির্জার পুত্র মোঃ মোজাহিদ হোসেন (২৬) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৩,২৩//