শ্যামনগরের পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলী হাসান (১৭) নদীতে হুইলে মাছ ধরাকালে নৌকা ডুবে নিহত হয় ৷
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে ৷
এলাকাবাসীর সূত্রে জানাগেছে যে, ১ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে মৃত আলী হাসান ও তার বন্ধু একই এলাকার মহাদেব বর্মনের ছেলে সুজন বর্মন তাদের নিজেদের নৌকায় নিয়ে রায়মঙ্গল নদীর শাখা পরানপুর সীমান্ত কালুন্দী নদীর লেবুখালী স্লুইসগেট সংলগ্নে হুইল দিয়ে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে ৷
প্রত্যাক্ষদর্শী সুজন বলেন, নৌকায় দুজন একপাশে যাওয়ায় নৌকাটি উল্টে যায় দুজনই পানিতে নৌকার ভিতর পড়ি ৷ আমি সাঁতরে বের হয়ে আলী হাসানকে দেখতে না পেয়ে চিৎকার করি ৷ উদ্ধার করার সময় উপস্তিত থাকা কাওছার আলী বলেন, নদীতে প্রবল স্রোতের কারনে আমরা সকাল ১২ টার দিকে মৃত আলী হাসানের লাশটি উদ্ধার করতে সক্ষম হই ৷ উদ্ধারের সময় দেখি আলী হাসানের পা নৌকার কাছিতে জড়ানো ছিলো।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post