Print Date & Time : 10 May 2025 Saturday 11:23 pm

শ্যামনগরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা

মনিরুজ্জামান জুলেট, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যতিক্রমধর্মী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪শে জুন সকাল ১১ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু’র আয়োজনে আনন্দ শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ি এবং উপজেলার সর্ব স্তরের হাজার হাজার নারী পুরুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় উপজেলার সোনারমোড় থেকে শুরু করে গোডাউন মোড়, ফুলতলা, হাইবাতপুর, পশু হাসপাতাল মোড় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক সহ শ্যামনগর বাজারের প্রতিটি দোকানের সামনে উৎসুক জনতা স্বপ্নের পদ্মা সেতুর ছবি সম্মিলিত প্লে-কার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। শোভাযাত্রাটি শ্যামনগর উপজেলার জেসি কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাজার ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাতে প্লে কার্ড উড়িয়ে আনন্দ শোভাযাত্রাকে স্বাগত জানায়। এসময় উপস্থিত ছিলেন নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, জোবেদা সোহারাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার,বনশ্রী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান সহ উপজেলা এবং আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//