Print Date & Time : 21 August 2025 Thursday 6:20 am

শ্যামনগরে পুত্রবধূকে ধর্ষ ণ করায় শ্বশুর গ্রেফতার

শ্যামনগরে পুত্রবধু ধর্ষনের মামলায় শ্বশুর লিয়াকত (৪৫) কে শ্যামনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। নরপশু লিয়াকত উপজেলার চুনা পানখালী গ্রামের ছফেদ গাজীর ছেলে। 

এলাকাবাসী জানায়, লিয়াকত একজন দু-চরিত্র, লম্পট। বিগত রমজান মাসে লিয়াকত এর স্ত্রী পাশের এক বাড়িতে তারাবির নামাজ পড়তে যেত। আর লিয়াকতের ছেলে মুন্সিগঞ্জ বাস ষ্ট্যান্ডে দোকানদারী করত।

এ সুযোগে লিয়াকত তার পুত্রবধুকে ৭ দিন ধরে ধর্ষন করে। এক পর্যায়ে লিয়াকত তার পুত্রবধুর সাথে মোবাইলে কথা বলায় পুত্রবধু মোবাইলে উক্ত কথা রেকর্ড করে। এর পর উহা জানাজানি হলে লিয়াকত গা ঢাকা দেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার দিবাগত রাত্রে শ্যামনগর থানার এস আই আবু বকর তাকে গ্রেপ্তার করে।

পুত্রবধুর পিতা ইছা গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় ধর্ষনের মামলা করে। যার মামলা নং-৪০, তারিখ ২৪ মে ২০২২। লিয়াকত এলাকার একজন সুদখোর। সে পলাতক থাকা অবস্থায় এলাকার মাতবরদের পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫, ২০২২//