Print Date & Time : 8 July 2025 Tuesday 2:52 pm

শ্যামনগরে বঙ্গমাতার জন্মদিন পালিত

 মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জগলুল হায়দার। 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২