Print Date & Time : 23 August 2025 Saturday 10:22 am

শ্যামনগরে বিএনপি নেতার পরিবারে ঈদ সামগ্রী প্রদান

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ২০১৬ সালে পুলিশের গুলিতে নিহত কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলির পরিবারে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতার বাড়ি কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম. মনিরুজ্জামান মনির।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব, আনোয়ারুল ইসলাম আঙ্গুর, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ নূরুজ্জামান, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, শ্যামনগর উপজেলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক শামসুজ্জোহা টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান ফরিদ, শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুলতান শাহাজানসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//