সাতক্ষীরা’র শ্যামনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল জলিল (৪৭)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২টার মৃত ব্যক্তির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মৃত্যু মানিক গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জলিল তার নিজ বাড়িতে বিদ্যুতের তারে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে মারা যায়। তার স্ত্রী বিষয়টি জানতে পেরে কেঁদে উঠলে এলাকাবাসী ছুটি এসে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
জলিলের মৃত্যুতে এলাকা ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক দেশতথ্য//এইচ/